ওপার বাংলা

ভারতের সঙ্গে দূরত্ব কমাতে চাইছে বাংলাদেশ? ইঙ্গিত বিদেশ উপদেষ্টার

Is Bangladesh trying to reduce distance with India? Foreign Affairs Advisor hints

Truth Of Bengal: ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন কমিয়ে নতুন করে সুসম্পর্ক গড়তে উদ্যোগী হয়েছে বাংলাদেশ। এমনটাই ইঙ্গিত দিলেন পড়শি দেশের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের উপদেষ্টা মহম্মদ ইউনুসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চায় ঢাকা। এর জন্য ভারতের কূটনৈতিক মহলের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এসেছে। ব্যাপক গণআন্দোলনের ফলে ক্ষমতা হারিয়েছেন শেখ হাসিনা, এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই পরিবর্তনের ফলে ভারত-বাংলাদেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও প্রভাব পড়েছে।

বিশেষ করে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। পাশাপাশি, চিন্ময় প্রভুর গ্রেফতারির বিরুদ্ধে ভারতীয় বিদেশমন্ত্রকও কড়া সুর তুলেছে। এই অস্থিরতার মধ্যেই রাষ্ট্রসংঘের সাধারণ সভায় অংশ নিয়েছিলেন নরেন্দ্র মোদি ও মহম্মদ ইউনুস। বাংলাদেশ চেয়েছিল মোদির সঙ্গে বৈঠক করতে, কিন্তু তা সম্ভব হয়নি। তবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছিলেন তৌহিদ হোসেন।

এবার সেই দূরত্ব কমাতে সক্রিয় হয়েছে ইউনুস সরকার। এক সাক্ষাৎকারে তৌহিদ হোসেন জানিয়েছেন, “আমরা ভারতের কাছে কূটনৈতিকভাবে আবেদন জানিয়েছি। BIMSTEC সম্মেলনের সময় যেন দুই দেশের প্রধানদের মধ্যে একটি বৈঠক হয়, সেটাই চাইছি।”

আগামী মাসের ২-৪ তারিখ ব্যাংককে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগেই বাংলাদেশের উপদেষ্টা ইউনুসের সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হতে পারে বলেও সূত্রের খবর। তবে ভারতের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই বৈঠক আয়োজন করা গেলে দুই দেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা দেখার অপেক্ষায় রয়েছে কূটনৈতিক মহল। বাংলাদেশ কি ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারবে, নাকি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সম্পর্ক আরও জটিল হবে, তা সময়ই বলে দেবে।

Related Articles