ওপার বাংলা

বাংলাদেশে নিষিদ্ধ হল পর্ন সাইট, ধর্ষণে লাগাম টানতে সরকারের নয়া সিদ্ধান্ত

Bangladesh bans sites, govt takes new decision to curb rape

Truth Of Bengal: বাংলাদেশে বন্ধ পর্ন সাইট। শুক্রবার ঘোষণা করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সমাজে পর্নোগ্রাফির নেতিবাচক প্রভাব ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ঘোষণার সাথে সাথেই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে পদক্ষেপ নেয় সরকার। শুক্রবার থেকেই এই ধরনের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে। মাগুরায় নির্যাচিতা শিশুকন্যার মৃত্যুর পরেই এই সিদ্ধান্ত সরকারের।

প্রসঙ্গত, ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল মাত্র ৮ বছরের একটি শিশু। অবশেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। এই ঘটনায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশে আইনের শাসন না থাকায় ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। সরকার অপরাধীদের রক্ষা করছে বলেই এমন ঘটনা বারবার ঘটছে।”

এই পরিস্থিতিতেই এবার সরকারের তরফে পদক্ষেপ নেওয়া হল। সাংবাদিক সম্মেলনে আসিফ নজরুল বলেন, “পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটা সম্পর্ক রয়েছে। সমাজে এর নেতিবাচক প্রভাব ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

শুক্রবার সকালে বিএনপির নেতারা শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে যান। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন এবং ন্যায়বিচারের আশ্বাস দেন। তিনি বলেন, “আমরা এই পরিবারের পাশে আছি। এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুর এমন পরিণতি না হয়।”

Related Articles