রাজ্যের খবর

চা বাগানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Youth's hanging body recovered in tea garden, sensational area

Truth Of Bengal: আলিপুরদুয়ার জেলার কালচিনি থানা এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনায় চা বাগানের ভেতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম মুস্তাকিম আনসারি (২৮), যিনি কালচিনি এলাকারই বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মুস্তাকিম আনসারি শনিবার সন্ধ্যায় গরু আনতে মাঠে যায় এবং রাত হলেও বাড়ি ফেরে না। পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও খোঁজ পাচ্ছিলেন না। অবশেষে রবিবার সকালে চা বাগানের ভেতরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

ঘটনার খবর পেয়ে কালচিনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles