রাজ্যের খবর

জামা পাল্টাতে গিয়ে দোকান মালিকের স্ত্রীর মারে আহত মহিলা চিকিৎসক

Woman doctor injured by shop owner's wife while changing clothes

Truth Of Bengal: পূর্ব বর্ধমান, মনিরুল ইসলাম: শাড়ির দোকানে আক্রান্ত মহিলা চিকিৎসক,  ব্লাউজ পাল্টাতে গেলে চিকিৎসক কে মেরে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ দোকানের মালিকের স্ত্রীর বিরুদ্ধে। দোকানে ফেলে মারধর করা হয়, চিকিৎসকের মাথাতেও চোট লাগে।

আহত হয়ে হাসপাতালে ভর্তি কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক। কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের। দোকানের মালিক স্বীকার করলো ঘটনার কথা। ঘটনাটি ঘটেছে কাটোয়া শহরে স্টেশন রোডের একটি শাড়ির দোকানে। কাটোয়া মহাকুমা হাসপাতালে চিকিৎসক সোফিয়া তাখেলারবাম, কয়েকদিন আগে ওই দোকান থেকে বেশ কিছু শাড়ি ও ব্লাউজ কেনেন। গতকাল বিকেলে দুটি ব্লাউজ পাল্টাতে গেলে, তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ।

অভিযোগ দোকান মালিকের স্ত্রী নয়নমনি বৈরাগ্য চিকিৎসককে গালিগালাজ করে ও মারতে শুরু করে। দোকানের মধ্যে ফেলে চলে চর, লাথি ,ঘুষি। একটি আঙ্গুলও ভেঙ্গে দেয়া হয়। পরিবারের লোকেরা খবর পেয়ে আহত চিকিৎসককে নিয়ে আসে কাটোয়া মহকুমা হাসপাতালে। এরপরই চিকিৎসককে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসকের স্বামী কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। দোকান মালিক পুরো বিষয়টি স্বীকার করে বলেন, যে ঘটনাটি ঘটেছে তার জন্য তিনি দুঃখিত।

Related Articles