বাবা-মায়ের সামনেই স্ত্রীকে খুন! বীরনগরে হিংসার রক্তাক্ত ছবি
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী
মাধব দেবনাথ,নদিয়া: নৃশংস! স্ত্রীকে ছুরি মেরে খুন করল স্বামী। বৃহস্পতিবার এমনই ঘটনার সাক্ষী রইল নদীয়া। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়।
অভিযোগ, বীরণগর লাইব্রেরী পাড়ার বাসিন্দা এক গৃহবধূকে হঠাৎই তার স্বামী প্রাণকৃষ্ণ সাহা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ও পেটে ছুরি দিয়ে আঘাত করে। পরে গৃহবধূ বেবি সাহার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় স্বামী। পরে রক্তাক্ত ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বীরণগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রানাঘাট হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
জানা যায়, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। তার খোঁজে তল্লাশি শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ। স্বাভাবিকভাবেই স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ায় নতুন করে চাঞ্চল্য় সৃষ্টি হয়েছে নদীয়ার রানাঘাটের বীরনগরে।






