ঘোড়ামারা দ্বীপে আটকে বিশালাকৃতি তিমি, সাহায্যে এগিয়ে এলেন স্থানীয়রা, দেখুন ভিডিও
Whale stranded on Ghoramara Island, locals come to help, watch video

Truth Of Bengal: ঘোড়ামারা দ্বীপের বাগপাড়া গ্রামের নদী চরে হঠাৎ উঠে আসে এক বিশাল আকার তিমি। ঢেউ এর সঙ্গে চরে এসে আটকে যায়। ভাটা পড়ার কারণে নিজেকে বালির ভিতর থেকে আর নদীতে ফেরত নিয়ে যেতে পারছিল না। চোখে পড়ে স্থানীয় লোকজনদের। স্থানীয় লোকজনের সাহায্যে নিজের ঘরে ফিরল তিমি। বিশালাকারী তিমি মাছটি নিল তিমি বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘোড়ামারা দ্বীপে আটকে তিমি, সাহায্যে এগিয়ে এলেন স্থানীয়রা, দেখুন ভিডিও pic.twitter.com/11s6wvrAjy
— TOB DIGITAL (@DigitalTob) January 3, 2025
অপরদিকে গতকাল দুপুরে বনদপ্তরের কাছে খবর আসে যে এক বিশালাকার নীল তিমি মাছ দেখা গেছে কাকদ্বীপ মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকায়।গতকাল রাত্রে বিশাল আকৃতির তিমি উদ্ধার করা হয় বনদপ্তরের তরফ থেকে। আজ নীল তিমি টিকে প্রাথমিক চিকিৎসার পর আবার গভীর সমুদ্রে ছেড়ে দেয়া হবে।
দক্ষিণ ২৪ পরগনা বনদপ্তরের আধিকারিক অনুরাগ চৌধুরী বলেন, সাধারণত এদেরকে সুন্দরবনের নদীর খাড়িগুলোতে দেখতে পাওয়া যায় না। গভীর সমুদ্র থেকে এই নীল তিমি মাছগুলো তাদের গতিপথ ভুল করে এই সমস্ত নদী গুলোতে মাঝেমধ্যে ঢুকে পড়ে। সাধারণত এদেরকে সুন্দরবনের এই সমস্ত নদীতে দেখা যায় না। আনুমানিক ১৬ থেকে ১৮ ফুটের এই তিমি মাছটিকে উদ্ধার করতে এগিয়ে আসেন রায়দিঘি রেঞ্জ অফিস, বারুইপুর,সুন্দরবন এবং কলকাতা রেঞ্জ অফিসের কর্মীরা, জেলা পরিষদের আধিকারিক থেকে আরম্ভ করে পুলিশ কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা।