চাকরিরাজ্যের খবর

পেশাদার নিয়োগ করবে ওয়েবেল, কীভাবে করবেন আবেদন

Webel will be hiring professionals, how to apply

Truth Of Bengal: ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশনে বিভিন্ন শূন্যপদে অভিজ্ঞ পেশাদারদের নিয়োগ করবে ওয়েবেল। সরকারি ও বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকা পেশাদারদের নিয়োগ করা হবে কনসালট্যান্ট এমার্জিং টেকনোলজি, অ্যাডভাইসর-লিগাল, অ্যাডভাইসর-ফিনান্স অ্যান্ড অডিট, অ্যাডভাইসর-কমার্শিয়াল অপারেশন অ্যান্ড প্রোজেক্ট পদে।

প্রতিটি ক্ষেত্রেই শূন্যপদ একটি। অভিজ্ঞতার ভিত্তিতেই নিয়োগ করা হবে বলে চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে। ২৬ আগস্টের মধ্যে এই ইমেইল আইডিতে—“[email protected]” তে আবেদন করতে হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কনসালট্যান্ট এমার্জিং টেকনোলজি পদে আবেদনের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয় স্নাতক হতে হবে। বয়স হতে হবে ২০২৪ সালের ১ আগস্টের নিরিখে ৬২ বছরের মধ্যে।

অ্যাডভাইসর-লিগাল পদে আবেদনের জন্য আবেদনকারীর এলএলবি ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ২০২৪ সালের ১ আগস্টের নিরিখে ৬২ বছরের মধ্যে। অ্যাডভাইসর-ফিনান্স অ্যান্ড অডিট পদে আবেদনের জন্য আবেদনকারীকে আইসিএআই থেকে সিএ/আইসিডব্লিউএআই থেকে আইসিডব্লিউএ ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ২০২৪ সালের ১ আগস্টের নিরিখে ৬২ বছরের মধ্যে। অ্যাডভাইসর-কমার্শিয়াল অপারেশন অ্যান্ড প্রোজেক্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। বয়স হতে হবে ২০২৪ সালের ১ আগস্টের নিরিখে ৬২ বছরের মধ্যে।

Related Articles