রাজ্যের খবর

আবহাওয়াই শুষ্ক থাকবে, কমবে দিনের তুলনায় রাতের তাপমাত্রা

Weather Report

The Truth Of Bengal : আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। সামান্য কমতে পারে তাপমাত্রা। দিনের তুলনায় রাতের তাপমাত্রা বেশ কিছুটা কম থাকতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহেই কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নীচে নামতে পারে। পশ্চিমের জেলা গুলিতেও ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা। আবহাওয়া শুষ্ক থাকবে।

আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী শুক্রবারের পর থেকে রাজ্যে শীতের আমেজের স্থিতাবস্থা আসতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। বর্তমানে রাজ্যের একাধিক জেলায় মনোরম আবহাওয়া। সকালের দিকে মিঠে রোদ, বেলা পড়লেই শীতের হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে। তবে ধীরে ধীরে ফের উত্তুরে হাওয়া প্রভাব বিস্তার করবে।

মঙ্গলবার নাগাদ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি জেলা গুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া।

 

FREE ACCESS

Related Articles