জন্মদিনে মোমের মূর্তি নেতাজির, শিল্পী সুশান্ত রায়ের নয়া কীর্তি
Wax figure of Netaji on his birthday

The Truth of Bengal: বাংলার মাদাম তুসো বলা হয় তাঁকে। মোমের মূর্তি গড়া আসানসোলের শিল্পী সুশান্ত রায় এর আগে বহু বিখ্যাত মানুষের মূর্তি গড়েছেন। তাঁর হাতে তৈরি সেই সব মূর্তি আছে নিউটাউনের মাদার ওয়াক্স মিউজিয়ামে। মোমের ভাস্কর্য গড়া শিল্পী সুশান্ত রায়ের আরও একটি কীর্তি। এবার গড়ে তুললেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মোমের মূর্তি। দেশনায়ক নেতাজির জন্মদিনে সেই মূর্তি সামনে আনলেন শিল্পী।
আসানসোলের মহিশীলায় শিল্পীর বাড়িতে নেতাজির মোমের মূর্তি উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। একইসঙ্গে এদিন তার বাসভবনে শিসমহলের উদ্বোধন করেন মন্ত্রী। শিল্পী সুশান্ত রায় জানান, এই মূর্তি গড়তে তার প্রায় তিনমাস সময় লেগেছে। নেতাজির জন্মদিনে সেই মূর্তি সামনে আনা হয়। মন্ত্রী মলয় ঘটক নেতাজির মূর্তি উদ্বোধনের জানান, শিল্পী সুশান্ত রায় তাঁর শিল্পকর্মের জন্যে আসানসোলের গর্ব হয়ে উঠেছেন।
আগামীদিনে তিনি তাঁর কাজের জন্য ভারত বিখ্যাত হবেন।ফ্রান্সের প্যারিসে মাদাম তুসো মিউজিয়ামে সেলিব্রিটিদের নানা দিক থেকে শরীরের মাপ নেওয়া হয়। তা নিয়ে অনেক গবেষণা হয়। কিন্তু, শিল্পী সুশান্ত রায়ের স্টুডিয়োতে সেই সুযগ নেই। স্রেফ ছবি দেখে বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি গড়েন শিল্পী। এখনও পর্যন্ত তাঁর হাতে অনেক বিখ্যাত ব্যক্তির মূর্তি গড়ে উঠেছে। এবার জন্মদিনে মূর্তি গড়া হল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর।