বাজারে অগ্নিমূল্য তরমুজ, ফলের রাজা আম হলেও রমজান মাসে দামের রাজা তরমুজ
Watermelon price rise in Ramadan

The Truth of Bengal: রমজান মাসে আকাশ ছোঁয়া তরমুজের দাম। রাজ্যে উৎপাদিত তরমুজ না মেলায় বর্তমানে ভিন রাজ্যের তরমুজই এখন একমাত্র ভরসা, তাই অগ্নি মূল্য তরমুজের দাম। আগামী ১৫ দিনের রাজ্যে উৎপাদিত তরমুজ বাজারে এলে দাম অনেকটাই কমবে বলে আশাবাদী ফল ব্যবসায়ীরা। ফলের রাজা আম হলেও এখন দামের রাজা তরমুজ।
গরমের তাপমাত্রা বাড়তেই চাহিদা বারে তরমুজের, যদিও পানীয় বিকল্প হিসাবে তরমুজ খান অনেকেই। শুরু হয়েছে রমজান মাস মুসলিম ধর্ম অবলম্বীরা তাদের রোজায় তরমুজকেই প্রাধান্য দেন বেশি, কারণ নির্জলা উপবাসের পর তেষ্টা নিবারণের জন্য খুব প্রয়োজনীয় এই ফল। কিন্তু এবছর গ্যাটের করি খরচা করেই কিনতে হবে তরমুজ। বর্তমানে ভিন রাজ্যের তরমুজই এখন একমাত্র ভরসা, তাই অগ্নি মূল্য তরমুজের দাম।
ব্যবসায়ীরা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের তরমুজ এখনো সেভাবে উৎপাদন হয়নি, ব্যাঙ্গালোর সহ ভিন রাজ্য থেকে আনা হচ্ছে তরমুজ। একদিকে যেমন বাড়ছে বহন খরচ অন্যদিকে নিজেদের পুঁজি সামলানোর জন্যই পাইকারিতেও বাড়াতে হচ্ছে দাম। তবে আগামী দিন ১৫ মধ্যে অনেকটাই আয়ত্বে আসবে তরমুজের দাম। রাজ্যের তরমুজ আমদানি হতে শুরু হলেই বর্তমানের অগ্নিমূল্য বাজারদর অনেকটাই নেমে আসবে বলে মনে করছেন ফল ব্যবসায়ীরা।