রাজ্যের খবর

সাতসকালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, মৃত ভিলেজ পুলিশ

Village policeman dies in horrific car accident at 7am

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গা গোবিন্দপুর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভিলেজ পুলিশ অর্জুন জানা। তিনি কর্মরত ছিলেন পাথরপ্রতিমা থানায়।

সকালে স্থানীয় বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে, হঠাৎ পিছন থেকে একটি দ্রুতগামী চারচাকা গাড়ি তাকে সম্পূর্ণভাবে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পাথরপ্রতিমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সরকার ও অন্যান্য পুলিশকর্মী ও সেভিক ভলেন্টিয়াররা হাসপাতালে ছুটে আসেন। সহকর্মীর মৃত্যুতে তারা কান্নায় ভেঙে পড়েন। এই আকস্মিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অর্জুন জানার পরিবারে রয়েছেন তার স্ত্রী, বৃদ্ধ বাবা-মা, ভাই এবং একটি ১০ বছরের সন্তান। ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান বৃদ্ধ বাবা-মা। পরিবার ও এলাকার মানুষ এই দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত।

Related Articles