রাজ্যের খবর

নারীর সামাজিক দিক ফুটিয়ে তোলা হচ্ছে,নারীর ক্ষমতায়নে নজর বিচিত্রা ক্লাবের

Vichitra Club's focus on women's empowerment is highlighting the social aspects of women

Truth of Bengal: দেবীপক্ষে নারীর ক্ষমতায়নের দিকে নজর দিতে চায় মালদার বিচিত্রা ক্লাব। দেবী প্রতিমার মধ্যে ফুটিয়ে তোলা হবে নারীদের সামাজিক অবস্থান। নারী হয়ে উঠুক নিজের রক্ষা কর্তা। এই ভাবনাকে পাথেয় করে বিচিত্রা ক্লাবের এবারের থিম ”চায়না হতে উমা”।

আর দিন কয়েক পরে উমা আসবে বাপের বাড়িতে। সে কারণে প্রস্তুতি চলছে বারোয়ারি থেকে বনেদি এমন কি থিমের পুজোগুলোতেও। মালদা বিচিত্রা ক্লাবের এবারের দুর্গাপুজোর থিম ‘চায়না হতে উমা’। নারীরা যে দুর্বল নয় সেটাই এবার বোঝাতে চাইছে বিচিত্রা ক্লাব। নারীরা যে নিজেদের রক্ষা নিজেরাই করতে পারে এমনকি রনংদেহী হয়ে উঠতে পারে সেই বক্তব্য নিহিত রয়েছে চায়না হতে উমা শব্দ বন্ধের মধ্যে।

হাতে যেহেতু বাকি আর মাত্র কয়েকটা দিন তাই নাওয়া খাওয়া ছেড়ে ব্যস্ত মালদার কুমোরটুলির মৃৎশিল্পীরা। মালদহের কুট্টিটোলা এলাকার রাজকুমার পন্ডিতের শিল্পালয়ে তৈরি হচ্ছে ‘চাইনা হতে উমা’ নারী শক্তির থিম এর দুর্গা প্রতিমা। নারী শক্তির উত্থানে বিভিন্ন রকমের মডেল তৈরি করা হচ্ছে।বর্তমানে নারীরা যেভাবে নির্যাতিত ও অত্যাচারিত হচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে মালদার বিচিত্রা ক্লাব এই থিম বানানোর জন্য আমাদের কাছে বলেছিল। সেই মতো আমরা এই মা দুর্গার মূর্তির মধ্যে দিয়ে নারী শক্তি তুলে ধরেছি।

Related Articles