পুকুরে স্নান করতে নেমে ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু
Unnatural death of a person after bathing in a pond

The Truth Of Bengal : জলপাইগুড়ি : এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃত ব্যক্তির নাম সুকুমার রায় (৫৭)। তিনি ডুয়ার্সের মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়া নিখিল পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওই ব্যক্তি উত্তর ধূপঝোড়া শামুকমারি পুকুরে স্নান করতে যান। ওই সময়ে ওই ব্যক্তি কোনো ভাবে জলে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি জানার পরে ওই ব্যক্তির খোঁজে পুকুরে তল্লাশি শুরু করে। বেশ কিছু সময় পর ঐ ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ। পুলিশ দেহটি চালসার মঙ্গলবারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় বহু মানুষের ভিড় হয়।