রাজ্যের খবর

এনআইএ-র এসপির বাড়িতে জিতেন্দ্র তিওয়ারি, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের  

Trinamool's Explosive Allegation at NIA SP's House Jitendra Tiwari

The Truth of Bengal: ভূপতিনগরে রাতের অন্ধকারে এনআইএ-র হানা নিয়ে বিতর্কের মাঝে বোমা ফাটাল তৃণমূল নেতৃবৃন্দ। এনআইএ এই অভিযোগ কে নিয়ে সুপ্রিম কোটে যাচ্ছে তৃণমূল। কুণাল ঘোষের অভিযোগ,এনআইএ-র এসপি ধনরাম সিংকে তাঁর বাড়িতে গিয়ে সাদা প্যাকেটে টাকা দেন বিজেপি নেতা জিতেন্দ্র সিং। ২৬মার্চ সন্ধ্যায় ধনরাম সিংয়ের কলকাতার বাড়িতে যান বিজেপি নেতা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্রোনোলজ প্রকাশ করা হয়েছে।যেখানে দেখা যাচ্ছে,তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ২৬মার্চ জিতেন্দ্র তিওয়ারি এবং ধনরাম সিং,এসপি,এনআইএ-র বাসভবনে বৈঠক করেছিলেন। বৈঠকটি ৫২মিনিট ধরে চলেছিল।

বিজেপির কথাতেই এনআইএ কাজ করছে বলেও স্পষ্ট করেছেন বিজেপি বিরোধী শিবিরের অন্যতম দল। চ্যালেঞ্জ ছুঁড়েছেন তৃণমূল নেতারা,পারলে ভিজিটার্স বুক অস্বীকার করুক বিজেপি,তাহলে আসল সত্য সামনে আনতেও তৈরি তাঁরা। এই অবস্থায় নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নজরে আনতে তত্পর তৃণমূল কংগ্রেস। কি করে নির্বাচনী বিধি লাগু হওয়ার পর এই ধরণের ঘটনা বাড়ছে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। বিজেপি গল্প তৈরি করলেও তৃণমূল কংগ্রেস আসল সত্য সামনে আনার সাহস রাখে বলে তৃণমূল ভবনে দাবি করেন নেতৃবৃন্দ।

৬ এপ্রিল-ভূপতিনগরে ষড়যন্ত্র পরিচালিত হয়। কাকে গ্রেফতার করা হবে তার তালিকা দেওয়া হয় বিজেপির তরফ থেকে। ভিজিটার্স বুকের তথ্য তুলে ধরে বিস্ফোরক অভিযোগ শাসকদল তৃণমূল কংগ্রেসের। কেন ধনরাম সিংকে বাংলা থেকে বের করে দেওয়া হবে না। এই প্রশ্ন তুলছেন তৃণমূল নেতৃবৃন্দ। টাকার লেনদেনের যাবতীয় তথ্য তদন্ত করুক পুলিশ। সোচ্চার কুণাল ঘোষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য সবাই। পুরো ঘটনা নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ স্পষ্ট করে দিয়েছে।বিজেপি অস্বীকার করলে,তার সমস্ত তথ্য ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতারা।

Related Articles