ব্ল্যাকমেলের শিকার হওয়া ছাত্রীর পাশে তৃণমূল ছাত্র পরিষদ
Trinamool Student Council stands by the girl victim of blackmail

Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল! ছাত্রীর পাশে দাঁড়াল তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ। ছাত্রীর অভিযোগে বন্ধু সমেত আটক প্রাক্তন স্বামী!
উত্তরপাড়া কলেজের দ্বিতীয় সেমিস্টারের ওই ছাত্রীর অভিযোগ তার প্রাক্তন স্বামী সৌমদীপ সিংহ রায়ের কাছে তাদের কিছু ঘনিষ্ঠ মুহুর্তের ছবি আছে।নেশা করার জন্য টাকা না দিলে সেই ছবি ভাইরাল করে দেবে বলে ব্ল্যাকমেল করত।
২০২১ সালে ছাত্রীর বিয়ে হয়েছিল। ২৩ সালে বিচ্ছেদ হয়।তার পর থেকে লাগাতার টাকার জন্য চাপ দিত বলেও অভিযোগ।
শনিবার ছাত্রী যখন কলেজে তাকে ফোন করে টাকা চায়।ছাত্রী সব ঘটনা কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদে জানান।এরপর ফোন করে অভিযুক্ত যুবককে কলেজ গেটে আসতে বলে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা।
সৌমদীপ তার বন্ধু শুভম দাসকে সঙ্গে নিয়ে কলেজ গেটে আসতেই তাদের ধরে আটকে রাখে কলেজের ছাত্ররা। উত্তরপাড়া থানায় খবর দেওয়া হয়।পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়।
উত্তরপাড়া কলেজের জিএস সন্দীপন নাথ বলেন,আমি কলেজেই ছিলাম।ছাত্রীটি কাঁদতে কাঁদতে এসে আমাকে বলল।ওর প্রাক্তন স্বামী নেশা করার জন্য টাকা চাইত।কিছু ছবি ছিল ওর কাছে সেগুলো ভাইরাল করে দেবে বলে ব্ল্যাকমেল করত।ছাত্রী খুব মানসিক চাপে ছিল।তার অসহায়তার কথা বুঝতে পেরে আমরা ওছাত্র সংসদ ওর পাশে দাঁড়াই।পুলিশের হাতে দুজনকে তুলে দিই। অভিযুক্ত যুবক বলেন,আমাকে কলেজগেটে ডেকেছিল টাকা নিতে এসেছিলাম।তারপর দাদারা আমাদের ধরে।আমি আর আমার বন্ধু একসঙ্গে নেশা করি। উত্তরপাড়া থানার পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে।