রাতের অন্ধকারে তৃণমূল অঞ্চল সভাপতিকে মারধর, তদন্তে হাড়োয়ার থানার পুলিশ
attack on regional president of Trinamool

The Truth of Bengal: তৃণমূলের অঞ্চল সভাপতি উপর দুষ্কৃতী হামলা রাতের অন্ধকারে, বুকে পেটে লাথি এলোপাতাড়ি কিল চর বেধড়ক মারধর হাসপাতালে আশঙ্কাজনক ভর্তি । উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের বাজারের এলাকার ঘটনা। শালিপুর অঞ্চলের তৃণমূলের সভাপতি তরিকুল ইসলাম কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে চায়ের দোকানে চা খাচ্ছিলেন।
সেই সময় কিছু দুষ্কৃতী গিয়ে তাকে বেধড়ক মারধর করে দোকান থেকে বের করে তাকে বুকে পেটে লাথির পর এলোপাতাড়ি মারতে শুরু করে ।বাকি তৃণমূল কর্মী সমর্থকরা পালিয়ে যায়। তারপর তাকে আশসংখ্য জনক অবস্থায় প্রথমে হাড়োয়া ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হলে কলকাতা একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শরীরে একাধিক জায়গায় আঘাতিক চিহ্ন রয়েছে বুকে পেটে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটালো তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের? না এলাকা দখল করাকে কেন্দ্র করে? এই নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। হাড়োয়ার থানার পুলিশ তদন্ত শুরু করেছে গোটা এলাকা থমথমে অলিতে গলিতে পুলিশ টহল শুরু করেছে।