তিন বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতন, রাস্তায় নেমে প্রতিবাদ তৃণমূলের
Trinamool protested on the streets in the case of sexual abuse of a three-year-old girl

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে ৩ বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহের ঘটনায় জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। সেরকমই নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুর বাইপাস গলায় দড়ি বটতলায় অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ সভা তৃণমূলের।
এদিন শান্তিপুর ব্লক “এ” তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন আগামী ২ দিন এই প্রতিবাদ জেলার বিভিন্ন ব্লক এবং শহরে হবে। ঘটনা প্রসঙ্গে শান্তিপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুব্রত সরকার জানান জানান, এই জঘন্য ঘটনার একমাত্র পথ কঠিন আইন। ধর্ষকদের কঠিন থেকে কঠিন তম স্বস্তির দরকার। অপরাজিতা আইন বর্তমানে খুবই দরকার। তারা চাইছেন অতিদ্রুত অপরাজিতা আইন বলবৎ হোক।তবে শান্তিপুরের ঘটনায় দোষীর যেন দৃষ্টান্ত মূলক স্বাস্তি হয় তার আশা প্রশাসনের কাছে রাখছে তৃণমূল কর্মী সমর্থকেরা।