রাজ্যের খবর
চা বলয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচি
Trinamool Mahila Congress's 'Anchale Anchal' program in Cha Balai

Truth Of Bengal: রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে শুরু হয়েছে ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচি। শনিবার বিকেল থেকে ডুয়ার্সের চা বলয়ের মেটেলি ব্লকে এই কর্মসূচি শুরু হয়। মেটেলি ব্লকের মাটিয়ালি হাট গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত চিলনি চা বাগানে এই কর্মসূচিতে অংশ নেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্মোমিতা কালান্দি-সহ অনেকে।
বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই কর্মসূচি। বিভিন্ন এলাকায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শোনেন তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে মহিলাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে একাধিক প্রকল্প রয়েছে সেই সমস্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা তারও খোঁজ খবর নেওয়া হয়।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী স্মোমিতা কালান্দি বলেন, “রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে মাটিয়ালি ব্লকে আজকে থেকে অঞ্চলে আসন কর্মসূচি শুরু হলো। এই কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে মহিলাদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শোনা হচ্ছে । পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা তারা পাচ্ছেন কিনা তারও খোঁজ খবর নেওয়া হচ্ছে।”