ভগবানপুরে বর্ণাঢ্য শোভাযাত্রায় “বাংলা দিবস” উদযাপন, সম্প্রীতির বার্তা তুলে ধরল তৃনমূল কংগ্রেস
Trinamool Congress celebrates "Bangla Day" with colorful procession in Bhagwanpur, conveys message of harmony

Truth Of Bengal: বাংলা নববর্ষ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আহ্বানে রাজ্য জুড়ে পালিত হচ্ছে “বাংলা দিবস”। এই ধারাবাহিকতায় পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর ব্লকের বিভীষণপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য “বাংলা দিবস” উদযাপন, যেখানে উৎসবের সঙ্গে মিশে ছিল সম্প্রীতির স্পষ্ট বার্তা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশ নেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। শোভাযাত্রার মধ্য দিয়ে তুলে ধরা হয় বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য। ট্যাবলোতে স্থান পায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বাউল, কীর্তন, লোকসংস্কৃতি সহ বাংলার ও রুপকল্প। সেইসঙ্গে সব ধর্ম, জাতি ও সংস্কৃতির মিলনের বার্তা তুলে ধরা হয় যা উপস্থিত সকলের নজর কাড়ে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ও ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিন চন্দ্র মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, যুব তৃণমূল সভাপতি সৌরভ কান্তি বেরা, সভাধিপতি উত্তম বারিক সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতারা।
নেতৃত্বরা জানান, এই দিনটি শুধুমাত্র উৎসবের নয়, বরং বাংলা ভাষা, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতি সম্মান জানাবার দিন। ‘বাংলা দিবস’-এর এই উদযাপন আগামী প্রজন্মকে নিজের শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মত তাঁদের। এই উদ্যোগে একদিকে যেমন স্থানীয় মানুষজনের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে, তেমনি অন্যদিকে সামাজিক ঐক্যের দৃঢ় বার্তাও ছড়িয়ে পড়েছে সর্বত্র।