রাজ্যের খবর

বিনা টিকিটে রেল যাত্রা আর চলবে না, যাত্রীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের

Train travel without tickets will no longer be allowed, Railways takes strict action against passengers

Truth Of Bengal: বিনা টিকিটে রেল যাত্রা আর চলবে না। টিকিট না কাটলে সাবধান। যারা রেলকে ফাঁকি দিতে ও পকেট বাঁচাতে রাষ্ট্রীয় পরিবহণকে ব্যবহার করেন তাঁদের আর রক্ষা নেই। একথাও আরও কড়া ভাষায় জানিয়ে দিল রেল প্রশাসন। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শুধু অক্টোবরেই ১.৮৬৮ লক্ষ  বিনা টিকিটের যাত্রীকে ধরেছে রেল পুলিশ।

গত বছর যেখানে এই যাত্রী সংখ্যা ছিল ১.৮২৯ লক্ষ। টিকিট না কেটে এভাবে রেলযাত্রার প্রবণতা বাড়ায় রেল প্রশাসন তা রোখার জন্য নজরদারির বহর বাড়াচ্ছে। মূলতঃ যাত্রীরা যাতে টিকিট কেটে ট্রেনে যাত্রা করেন এবং বিনা টিকিটে যাতায়াতের ঝোঁক কমান তার জন্য বহুমুখী পদক্ষেপ নিচ্ছেন রেল কর্তারা। গণ-পরিবহণের লাইফলাইনে স্বাচ্ছন্দ্য বাড়ানোর যেমন রেল চেষ্টা করছে তেমনই আবার বেআইনি কাজ রোখার কাজেও তারা সজাগ রয়েছে বলে মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন।

ইতিমধ্যে পূর্ব রেল, শুধু নিয়মিত চেকিং বাড়াচ্ছে তাই নয়, আচমকা চেকিং,মেজিস্ট্রেট চেকিং, স্পেশাল টিকিট চেকিংয়ের মতো ব্যবস্থাও রাখছে।শুধু বড়বড় জংশনে নয়,প্রত্যন্ত স্টেশনেও অভিযান বাড়াতে চায় রেল প্রশাসন। রেল কর্তারা মনে করছেন,যাত্রীদের দায়িত্ব যেমন রেল নিচ্ছে তেমনই রেলযাত্রীদেরও দায়িত্বশীল হওয়া দরকার।দেশের স্বার্থে টিকিট কাটা যে জরুরি তাও রেল কর্তারা মনে করিয়ে দিচ্ছেন।

 বিভিন্ন ডিভিসনে কটি মামলা হয় দেখে নেব-

  • হাওড়া ডিভিসনেঃ ০,৮১০লক্ষ
  • শিয়ালদা ডিভিসনঃ ০,৬৫৩ লক্ষ
  • আসানসোল ডিভিসনঃ ০.৩১১ লক্ষ
  • মালদা ডিভিসনঃ ০.০৯৩ লক্ষ

পূর্ব রেল আগামীদিনে নিয়মিতও সব ধরণের যাত্রীদের চেকিংয়ের আওতায় আনার ব্যবস্থাও করতে চায় বলে জানানো হয়েছে।লক্ষ্য, একটাই টিকিট ছাড়া যাতায়াতের আইনবিরুদ্ধ কাজ একেবারে শূন্যে নামিয়ে আনা। সোশ্যাল প্রেস্টিজ বজায় রাখতে যাত্রীদের টিকিট কাটার আবেদনও করেছে রেল প্রশাসন।

Related Articles