রাজ্যের খবর

ফের বিপর্যস্ত রেল পরিষেবা, টানা ১৯ দিন বাতিল একাধিক ট্রেন

Train services disrupted for 19 days, several cancelled

Truth Of Bengal: নিত্য যাত্রীদের জন্য দুঃসংবাদ। টানা ১৯দিন হাওড়া- খড়গপুর ডিভিশনে বিপর্যস্ত হতে চলেছে  রেল পরিষেবা। ইতিমধ্যেই এই মর্মে দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। আর সেখানেই  রেল পরিষেবা নিয়ে করা হয়েছে বিস্তর আলোচনা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খড়গপুর ডিভিশনের অধীন সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ এবং প্রি-ইন্টারলকিং ও ইন্টারলকিংয়ের কাজ চলবে। আর সেইজন্য  আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ এপ্রিল অর্থাৎ  টানা ১৯ দিন ব্যাহত হতে চলেছে রেল পরিষেবা। বাতিল থাকবে শতাধিক লোকাল এবং  ২৭ টি এক্সপ্রেস ট্রেন।  এছাড়াও, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ও সময় পরিবর্তন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে।

কবে কত ট্রেন বাতিল থাকবে ?

বিজ্ঞপ্তি অনুসারে,  ২ মে থেকে ১৮ মে-র মধ্যে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। সময় পরিবর্তন করা হচ্ছে ১৫টি এক্সপ্রেস ট্রেনের। লোকাল, এক্সপ্রেস মিলিয়ে প্রায় ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। এছাড়াও, ৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে, ১৭ মে সর্বাধিক ৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ৩ মে ২১টি, ৭ মে ১৯টি, ১১ মে ৩৬টি এবং ১৮ মে ৩২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এই সময়কালের মধ্যে ১২, ১৩ ও ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

Related Articles