রাজ্যের খবর

বসন্তেই শীতের অনুভূতি পাবে রাজ্যবাসী, আগামী তিনদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিনবঙ্গে

Thunderstorm forecast for next three days in South Bengal

The Truth of Bengal: আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ সহ  বৃষ্টির পূর্বাভাস জারি দক্ষিনবঙ্গের জেলাগুলিতে। এই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে দেওয়া হয়েছে। সোমবারের পর মঙ্গলবারও দিনভর আকাশের মুখ ভারের পূর্বাভাস হাওয়া অফিস আগেই দিয়েছিল। সেইসঙ্গে সন্ধ্যার দিকে কয়েক পশলার বৃষ্টিতেও ভিজতে পারে শহর। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে একাধিক জেলাতে। আবার কোনও কোনও জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম , নদিয়াতে। শুক্রবারও বিক্ষিপ্তভাবে দক্ষিনের জেলাগুলো হাল্কা বৃষ্টিতে ভিজতে পারে। তবে পরিস্থিতি পুরোপুরি উন্নতি হবে শনিবার থেকে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে অন্তত বুধবার পর্যন্ত বৃষ্টির কোনওরকম সম্ভবনা নেই।

বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত দুই দিনাজপুর, মালদা সহ উত্তরবঙ্গে একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপর প্রচুর পরিমানে জ্বলীয় বাষ্প এই রাজ্যে ঢুকছে। যার জেরে চৈত্রের  শুরুতেই ঝড়বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে। এই বৃষ্টির জেরে খানিক পারদ পতনও হতে পারে। ফলে বসন্তেই শীত শীত ভাব অনুভব করবে রাজ্যবাসী।

Related Articles