রাজ্যের খবর

পুর এলাকায় পরিষেবা দিতে আরও সুস্বাস্থ্য কেন্দ্র গড়ছে রাজ্য

The state is building more health centers to serve the rural areas

Truth Of Bengal: সাধারণ মানুষকে যাতে দক্ষিণভারতের রাজ্যে চিকিৎসা করাতে না যেতে হয় সেজন্য, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজিয়েছে রাজ্য সরকার। পরিসংখ্যান বলছে,২০১১ সাল পর্যন্ত স্বাস্থ্য ক্ষেত্রে যেখানে বরাদ্দ ছিল ৩৫০০ কোটি টাকা।সেখানে ‘এখন স্বাস্থ্য বাজেট ২০,১৯৫ কোটি টাকা হয়েছে। বাম আমলে যেখানে সরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা ছিল ১১টি,সেখানে এখন  মেডিক্যাল কলেজ বেড়ে ৩৭টি হয়েছে। বর্তমানে হাসপাতালের আসন সংখ্যা ৫৬৫০, এক সময় যা ছিল ১৩৬৫। সরকারি হাসপাতালের শয্যার সংখ্যাও বেড়েছে ৪০ হাজার হয়েছে। শুধু পরিকাঠামো নির্মাণ নয়,চিকিত্সকের সংখ্যাও বাড়ানো হয়েছে।নিয়োগ করা হয়েছে ১৪হাজার নতুন চিকিৎসক। সুপার স্পেশালিটি হাসপাতালের সংখ্যা বাড়ানোর মতোই মাইক্রো স্তরে বা স্থানীয় পর্যায়ে সুস্বাস্থ্য কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হচ্ছে।

পুর এলাকায় ৪৯৭টি সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, আরও ১৩৭টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়া হবে। মোট অনুমোদিত সুস্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা ১৭৮০ টি। রাজ্যে আরও ৮৭০টি কেন্দ্রের জায়গা চূড়ান্ত হয়েছে। ৯১০টি সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য এখনও জমি চূড়ান্ত হয়নি

নগরবাসীর কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দিতে জমি  চূড়ান্ত করার জন্য  প্রতিটি পুরসভাকে নির্দেশ দিল পুর ও নগরোন্নয়ন দফতর। এক-একটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে ১২ থেকে ২০ লক্ষ টাকা খরচ হতে পারে। পুরদফতই এই বিপুল অর্থ ব্যয় করবে। সুস্বাস্থ্য কেন্দ্র  চিকিৎসক, নার্স যেমন থাকবেন, তেমনি রোগীদের ওষুধ দেওয়ারও সুব্যবস্থাও থাকবে। থাকবে প্রাইমারি ডায়াগনস্টিক সেন্টার।   রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ার আগে সুস্বাস্থ্য কেন্দ্রে যাতে চিকিৎসকদের দেখিয়ে নিতে পারবেন।

Related Articles