৪৫ দিনের কর্মসূচী মহিলা তৃণমূল কংগ্রেসের, পাড়ায় পাড়ায় হবে সভা…
The program was started by Mahila Trinamool Congress for the purpose of loksabha

The Truth Of Bengal: ২৪ এর লক্ষ্যে কর্মসূচি শুরু হলো মহিলা তৃণমূল কংগ্রেস এর তরফ থেকে। ২২ শে ডিসেম্বর থেকে ৬ ই ফেব্রুয়ারি ৪৫ দিনে এই কর্মসূচি। তাতে ৩৫ টি জেলায় যাবে মহিলা তৃণমূল কংগ্রেস।সেখানে কর্মীসভা হবে। সেখানে ব্লক স্তরে মহিলা তৃণমূল কংগ্রেস এর কর্মীদের বৈঠক হবে ।
লোকসভা নির্বাচনের আগে সমস্ত দিক থেকে আটঘাট বেঁধে নামতে শুরু করেছে তৃনমূল কংগ্রেস। এবার মহিলা তৃনমূল কংগ্রেসের কর্মসূচি ৪৫ দিন ব্যাপী। জানা যাচ্ছে, ২২ শে ডিসেম্বর থেকে ৬ ই ফেব্রুয়ারি ৪৫ দিনে এই কর্মসূচি। তাতে ৩৫ টি জেলায় যাবে মহিলা তৃণমূল কংগ্রেস।সেখানে কর্মীসভা হবে। সেখানে ব্লক স্তরে মহিলা তৃণমূল কংগ্রেস এর কর্মীদের বৈঠক হবে ।পালন হবে সংঘবদ্ধ শপথ।পাড়ায় পাড়ায় সভা হবে।
প্রতিটি পাড়ায় ৩ টি করে সভা। সব জেলা মিলিয়ে ১০ হাজার সভা করার পরিকল্পনা ।প্রতিটি সভা থেকে ৫ থেকে ৬ জন মহিলা সংযোগ হবে তৃণমূল কংগ্রেস এ । “চলো পাল্টাই” এর মিছিল হবে। জেলা স্তরে মিছিল হবে।
Free Access