চোপড়া কাণ্ডে আগেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, এবার রিপোর্ট তলব রাজ্যপালের
The police have already arrested the main accused in the Chopra case, now the governor has called for a report

The Truth Of Bengal: চোপড়ার ঘটনায় মুল অভিযুক্ত জেসিবি-কে গ্রেফতার করেছে পুলিশ। চোপড়ার ডাঙাপাড়া এলাকার বাসিন্দা তাজম্মুল হক ওরফে জেসিবিকে চোপড়া থেকে আটক করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়। রাতেই তার গ্রেফতার নিশ্চিত করা হয় পুলিশের তরফ থেকে।
তার বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় রিপোর্ট তলব রাজ্যপালের। রাজ্যের কাছে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সি ভি আনন্দ বোস। এই নারকীয় ঘটনায় রাজ্য প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করেছে তা জানতে চেয়েছেন রাজ্যপাল। উল্লেখ্য, ঘটনা সামনে আসার পর পরই কড়া পদক্ষেপ গ্রহণ করে চোপড়া থানার পুলিশ। নিগৃহীতার তরফ থেকে কোন অভিযোগ শুরুতেই জমা না পড়লেও পুলিশ শত স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে।
এই ঘটনায় বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে পুলিশ। জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে গোটা ঘটনার উপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বহুবার জানিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন যেন কড়া পদক্ষেপ গ্রহণ করে। সে ক্ষেত্রে যেন রঙ দেখা না হয়। চোপড়ার ঘটনার ক্ষেত্রে ও রঙ না দেখে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়েছে পুলিশ।