দেশরাজ্যের খবর

গরমে পারদ চড়ছে, স্কুল ছুটি নিয়ে বড় ঘোষণা!

The mercury is rising in the summer, big announcement about school holidays!

The Truth Of Bengal : বিগত কয়েক দিন ধরে বেশ কয়েকটি জেলাজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। মাঝেমধ্যে সূর্যের দেখা মিললেও বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকছে আকাশ। আবার কখনো ভ্যাপসা গরম পড়ছে। তবে এবার আবহাওয়া দফতর জানান দিচ্ছে অন্য খবর। ফের তাপমাত্রা বাড়তে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শুধু দক্ষিণে নয় উত্তরে ও দেখা যাবে এই একই দশা। সকাল থেকে থাকবে ভ্যাপসা গরম যা দিন বাড়ার সাথে সাথে চরম অস্বস্তিতে পরিণত হবে। আর এমতাবস্থায় গরমের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কবে থেকে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে?
দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহের জেরে গত ২২শে এপ্রিল সরকারি স্কুলগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। তবে এর মাঝে কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছিল। আর সেই সময় স্কুলগুলি ফের খোলার দাবি জানিয়েছিল একাধিক শিক্ষা সংগঠন। তবে এরই মধ্যে জানানো হয়েছে শীঘ্রই স্কুল খোলা হচ্ছে। ইতিমধ্যেই ভোটের পর রাজ্যের স্কুলগুলি ৩ রা জুন খুলে গেলেও পড়ুয়ারা আগামী ১০ই জুন থেকে স্কুলে যাবে এমনটাই জানা গিয়েছিল। এবার ফের তীব্র তাপদ প্রবাহ ক্রমশ বাড়তে থাকায় চিন্তায় পড়েছে স্কুলগুলি। তবে কি ফেসফুল বন্ধ রাখার সিদ্ধান্ত?
প্রসঙ্গত, রাজস্থান সরকার গত ১৭ ই মে থেকে গরমের ছুটির জন্য স্কুলগুলি বন্ধ থাকার ঘোষণা করেছিল। তাপপ্রবাহ ক্রমশ বাড়তে থাকায় সেই গরমের ছুটি বাড়িয়ে ৩০ শে জুন পর্যন্ত করা হয়েছে। এদিকে মধ্যপ্রদেশেও আগামী ৩০শে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলি বন্ধ থাকা নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে দিল্লি এবং উত্তর প্রদেশে দেখা মিলছে একই ঘটনা। সেখানেও গরমের তীব্রতা এতটাই যে ৫০ দিন স্কুল বন্ধের ঘোষণা করেছে দিল্লি সরকার। উত্তরপ্রদেশের গরমের ছুটি রয়েছে আগামী ১৮ই জুন পর্যন্ত। তবে পশ্চিমবঙ্গে আগামী ১০ই জুন খুলছে সমস্ত সরকারি স্কুল। যদি পরবর্তীকালে আরো তাপপ্রবাহ বাড়ে তাহলে তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Articles