রাজ্যের খবর

বিকল্প শক্তিতে জ্বললো আলো, গ্রাম জুড়ে খুশির হাওয়া

The light was on alternate energy

The Truth of Bengal: নবায়নযোগ্য হল পুনর্নবীকরণযোগ্য সম্পদ থেকে পাওয়া শক্তি যা প্রাকৃতিকভাবে মানুষের জীবনকালে পুনরায় পূরণ করা যায়। পুনর্নবীকরণযোগ্য সম্পদের মধ্যে রয়েছে সূর্যালোক, বাতাস, প্রবাহমান জল এবং ভূ-তাপ ইত্যাদি। সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে সৌরবিদ্যুত। আর সেই বিকল্প শক্তিই আলোকময় করে তুলছে পরিবেশ। আলোয়ভরা আবহ বাড়ায় কার্যতঃ উত্তরবঙ্গের রাতের রূপ বদলে যাচ্ছে। পাহাড়ের মতোই সমতলও আলোয় সেজে উঠছে। এবার কালিয়াগঞ্জের ভাণ্ডার পঞ্চায়েত এলাকায় জ্বলে উঠল আলো। ভরসা সেই সৌর বিদ্যুত।

১০বছরে পৃথিবীজুড়ে সৌরবিদ্যুত উত্পাদন ৭৫গুণ বেড়েছে।২০১৪সা যেখানে সৌরবিদ্যুত উত্পাদন হত ০.৭৯শতাংশ।এখন সেখানে সৌর বিদ্যুত উত্পাদন ১শতাংশ ছাড়িয়ে গেছে। এখন বাংলার সরকার সেই সৌরবিদ্যুতকে কাজে লাগিয়ে গ্রামে গ্রামে আলো জ্বালানোর কাজে এগিয়ে আসছে। কালিয়াগঞ্জের ভান্ডার পঞ্চায়েত এলাকা  দীর্ঘদিন অন্ধকারে ভরা  ছিল। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা সেই আঁধারে ঘেরা গাঁয়ে আলো জ্বালাল। ৬টি জায়গায় সৌরবিদ্যুতে ব্যয় হয়েছে ৭লক্ষ ২০হাজার টাকা।

ভান্ডার গ্রাম পঞ্চায়েত অধীন বাঘন স্কুল মোড়,পশ্চিম দূর্গাপুর কবরস্থান,মহাদেবপুর এলাকায় সহ ৬ টি স্থানে ৭ লক্ষ ২০ হাজার টাকা ব্যায়ে সোলার যুক্ত উচ্চ বাতির উদ্বোধন করা হল ।চিরাচরিত বিদ্যুৎ উৎপাদনে সর্বভারতীয় স্তরে  প্রথম স্থান পেয়েছে পুরুলিয়ার সাঁওতালডি বিদ্যুতকেন্দ্র। জাতীয় স্তরে বিদ্যুত্ উতপাদনে প্রথম দশে আছে বক্রেশ্বর।সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই  সুলভে বিদ্যুত পৌঁছে দেওয়ার কাজেও আগ্রহী রাজ্য সরকার। সেখানে বিকল্প বিদ্যুত জায়গা পাওয়ায় কার্যতঃ গ্রামীন শক্তির ব্যবহারের কাজ সহজ হচ্ছে বলে অনেকে মনে করছেন।

Related Articles