বক্সা পাহাড়ে ভোট কর্মীদের সঙ্গে সমন্বয় রাখতে স্যাটেলাইট ফোন ব্যবহার করবে জেলা প্রশাসন
The district administration will use satellite phones to coordinate with poll workers in Buxa Hill

The Truth of Bengal, প্রকাশ মন্ডল,আলিপুরদুয়ার : আগামী ১৯ সে এপ্রিল আলিপুরদুয়ারে আয়োজিত হবে প্রথম দফার লোকসভা নির্বাচন। সেই ঘটনায় জেলার বিভিন্ন বুথগুলি থেকে ওয়েব ক্যাম দ্বারা ভোট প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের নির্দেশ কেন্দ্র নির্বাচন কমিশনের। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে রয়েছে ১৮৬৭ টি ভোট কেন্দ্র।
তারও মধ্যে আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকা বক্সা’র পাহাড়ে রয়েছে আদমা, চুনাভাটি ও বক্সা এই ৩ টি কেন্দ্র। যেখানে মোবাইল টাওয়ার না থাকায় ওয়েবক্যামে সম্প্রচার করা সম্ভব নয়। তাই ওই ৩ টি বুথের ভোট প্রক্রিয়া ওয়েব ক্যাম ও ভিডিও ক্যামেরায় রেকর্ড করলেও, ভোট প্রক্রিয়া ও ভোট কর্মীদের সঙ্গে সমন্বয়ে রাখতে স্যাটেলাইট ফোন ব্যবহার করবে জেলা প্রশাসন। সেই ফোনের মাধ্যমে প্রতি ঘন্টায় ঘন্টায় ভোট কর্মীরা জেলা প্রশাসনকে সমস্ত প্রক্রিয়া সম্বন্ধে অবগত করবেন।