শোয়ার ঘর থেকে যুবকের মৃ*তদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
The dead body of the youth was recovered from the bedroom

The Truth Of Bengal,মালদা: শোয়ার ঘর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার । ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত ছোট ফুলবাড়িয়া এলাকায় । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম শিবনাথ সরকার বয়স আনুমানিক ২৪ বছর। পরিবারে রয়েছে বাবা দিলীপ সরকার। শিবনাথ পেশায় একজন ভিন রাজ্যের শ্রমিক ছিলেন বলে জানা যায়। গত এক মাস আগে ভিন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফেরে। অন্যান্য দিনের মতো সোমবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তবে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা দেখতে পায় ঘরের ভেতরে তার ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ।
তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে। ওই হাসপাতালের কর্মরত চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ওই যুবক পরিবারের সদস্যরা কেউ বুঝে উঠতে পারছে না। এইদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।