দীঘার সৈকতে নবজাতকের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Dead body of a newborn baby was recovered from Digha beach

The Truth of Bengal: আজ সকালে নিউ দীঘা পুলিশ হলিডে হোম ঘাটের কাছে রক্তাক্ত অবস্থায় এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পলিথিনের ব্যাগটিকে কাক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই স্থানীয় মানুষ পলিথিনের গায়ে রক্তমাখা সদ্য মৃত এক শিশু দেখতে পায়।
তখনই তারা দীঘা থানায় খবর দেয়। পুলিশ এসে এই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গেছে। তবে কিভাবে এই সি বিচের ধারে সদ্যোজাত শিশুর মৃত দেহ কীভাবে এলো তা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যেহেতু এটি পর্যটন শহর তাই বাইরে থেকে এনে কেউ ফেলে দিয়ে গেল কিনা বা কীভাবে তা নিয়ে তদন্তে নেমেছে দীঘা থানা পুলিশ। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতলে পাঠিয়েছে দীঘা থানার পুলিশ।
অপরদিকে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের অবসরপ্রাপ্ত কর্মী শেখ বারজান মোহাম্মদ বলেন মৃত শিশুটি কোথা থেকে এলো তা জানা সম্ভব হয়নি। তবে পুলিশকে আমরা জানিয়েছি পুলিশ এটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাথিতে পাঠিয়েছে। তবে পর্যটন শহরের মতন জায়গায় শিশু সন্তানকে কে বা কারা এইভাবে ফেলে দিয়ে গেল তা এলাকার মানুষকে ভাবাচ্ছে। এই ঘটনায় এলাকায় তীব্র আলোচনা শুরু হয়েছে।