রাজ্যের খবর
নাবালিকা ছাত্রীর বিয়ে রুখলো প্রশাসন
The administration stopped the marriage of the minor girl

The Truth Of Bengal, শ্যাম বিশ্বাস, বসিরহাট : উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সূত্রে তারা খবর পান অষ্টম শ্রেণীতে পাঠরত চোদ্দ বছরের এক নাবালিকা ছাত্রীর বিবাহ দিয়ে দিচ্ছিলেন পরিবারের সদস্যরা। এরপর কন্যাশ্রী দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে খলিশা দি অনুভব ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা পুলিশকে ডেকে নিয়ে সোজা নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে হাজির হয়।
তারপর প্রথমে তাদেরকে বোঝানো হয় কম বয়সে বিবাহ দিলে শারীরিক মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেওয়া হয় নাবালিকা পরিবারের। অনেক বোঝানোর পর নাবালিকার পরিবার প্রশাসনের কাছে একটি মুচলেখা দিয়ে বিবাহ বন্ধ করে দেন। প্রশাসন আগামী দিনে ওই পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন।
FREE ACCESS