রাজ্যের খবর

Teesta Flood Alert: বেশ কিছু পরিবারকে সরানো হয়েছে-কিন্তু কেন?

মেখলিগঞ্জের ৫০ টির ওপর পরিবারকে সরানোর ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

Truth of Bengal: তিস্তা ব্যারেজ থেকে অতিরিক্ত ভাবে জল ছাড়া হয়েছে। ‌ যার ফলে তিস্তা সংলগ্ন নিচু অঞ্চলে নতুন করে প্লাবন হয়েছে। মেখলিগঞ্জের ৫০ টির ওপর পরিবারকে সরানোর ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। পাশাপাশি জলপাইগুড়ির এক অঞ্চল থেকে 40টির বেশি পরিবারকে আশ্রয় শিবিরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। নবান্ন তরফ থেকে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করা হয়েছে (Teesta Flood Alert)। ‌

আরও পড়ুন: Selfie Zone: মালদার মহদীপুর সীমান্তে ‘সেলফি জোন’ উদ্বোধন, খরচ প্রায় ২ লক্ষ টাকা!

সমস্ত ধরনের সরকারি সুবিধা যাতে মানুষ পেতে পারেন সেই ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলার জন্য বিশেষ টিমকে কাজে লাগানো হচ্ছে। নির্দিষ্ট সময়ে অন্তর নবান্ন কে জেলা প্রশাসন থেকে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে বোধই সূত্রের খবর (Teesta Flood Alert)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

Related Articles