রাজ্যসভায় আসন পরিবর্তনের আবেদন জানিয়ে চেয়ারম্যানকে চিঠি সুখেন্দু শেখরের
Sukhendu Shekhar writes to Chairman requesting change of seat in Rajya Sabha

Truth Of Bengal: রাজ্যসভায় আসন পরিবর্তন করতে চেয়ে চেয়ারম্যানকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। দ্বিতীয় সারিতে বসেন তৃণমূলের এই বর্ষিয়ান সাংসদ। তাঁকে পিছনের সারিতে আসন দেওয়া হোক সেই আবেদন রাজ্যসভার চেয়ারম্যান জগদপ ধনকরকরের কাছে করেছেন তিনি। রাজ্যসভার এই সাংসদ এর সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছে আগেই। আরজি করের ঘটনার পর থেকেই দূরত্ব তৈরি হয়।
দলের বিরুদ্ধে গিয়ে একাধিক কর্মসূচি পালন করেন সুখেন্দু শেখর। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। আর জি কর ঘটনার প্রেক্ষিতে দলের সঙ্গে দূরত্ব তৈরি করার পাশাপাশি দলের মুখপাত্র জাগো বাংলা সম্পাদক পদ ছেড়ে দিয়েছিলেন তিনি।
সংবাদমাধ্যমের সামনেও বারংবার মুখ খুলেছেন তিনি। সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন স্থিত দলীয় কার্যালয় দলের কর্মসমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডাক পাননি সুখেন্দু শেখর। এই বৈঠকে কয়েকদিনের মধ্যেই এবার রাজ্যসভায় আসন পরিবর্তনের আবেদন সুখেন্দুশেখরের। তার এই আবেদন নিয়ে রাজনৈতিক মহলে চরম জল ঘোলা শুরু হয়েছে। এখনো পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে রয়েছেন। তাহলে কি দলের সঙ্গে দূরত্ব তৈরি করতেই তার এই সিদ্ধান্ত? স্বতন্ত্র আসনে বসার আবেদন?