রাজ্যের খবর

আচমকাই মালদায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাঁচটি বাড়ি

Suddenly five houses were burnt to ashes in a devastating fire in Malda

The Truth Of Bengal : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাঁচটি বাড়ি। যার জেরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হলো এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার রায়পুর গ্রামে। এদিন আগুন লাগে স্থানীয় বাসিন্দা অখিল মন্ডলের বাড়িতে। পরবর্তীতে সেই আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। তাতেই ক্ষতিগ্রস্ত হয় অন্যান্যদের বাড়ি ও গবাদি পশুগুলোর।

পাশাপাশি বাড়িতে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। যদিও ঘটনার সময় বাড়ির মালিক অখিল মন্ডল ও তার পরিবারের কেউই বাড়িতে ছিলেন না। তারা পাশ্ববর্তী গ্রামে মেলা দেখতে গিয়েছিলেন। এছাড়াও প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা যে যার মতো করে আগুন নেভানোর যথারীতি চেষ্টা করেন কিন্তু বিধ্বংসী আগুনের কাছে সকলেই হার মেনে যায়।

এছাড়াও স্থানীয়দের অভিযোগ, ঘটনার দুই ঘন্টা পেড়িয়ে গেলেও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসেনি। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা নিজেদের ত‌ৎপড়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তারপর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসেন বলে অভিযোগ।

 

FREE ACCESS

Related Articles