উত্তরপাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ ছাত্র, স্টেশনের সিসিটিভিতে ধরা পড়ল ছবি
Student mysteriously missing in Uttarpara, caught on CCTV of station

The Truth Of Bengal : হুগলি ,রাকেশ চক্রবর্তী : গতকাল সকাল থেকে উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাম সীতা ঘাট রোডের বাসিন্দা এক বেসরকারি ইংরেজি মাধ্যমের একাদশ শ্রেনীর ছাত্র নাম আদ্রশ তিওয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে।
পরে জানা যায় এই বয়সে হঠাৎই সন্ন্যাস হবার লক্ষ্যে বাড়ি ত্যাগ করেন ওই যুবক। বাড়ির লেটার বক্সে সেএকটি চিঠি রেখে যান যেখানে লিখা, সে নিজের ইচ্ছায় ঘর ছেড়ে আধ্যাত্বিক পথে যাচ্ছেন। যাবার আগে সে গঙ্গায় স্নান করে। এরপর ঘরেই নিজের ফোন, মানিব্যাগ,চটি ফেলে যায়। সে চিঠিতে জানিয়ে যায় যে সে প্রথমে নবদ্বীপ ও পরে বৃন্দাবন এ যাবেন।
এরপর পরিবারের লোক বিভিন্ন জায়গা থেকে জানতে পারে সকাল সাড়ে পাঁচটা নাগাদ ওই যুবক কে উত্তরপাড়া স্টেশনে ধুতি, গামছা, হাতে লাঠি ও কপালে মাটি মাখা অবস্থায় দেখা যায়।
পরিবারের লোকের আবেদন যদি কেউ ওই যুবককে খুঁজে পান তাহলে সত্বর যোগাযোগ করুন।