রাজ্যের খবর

মাত্র কুড়ি টাকার জন্য মাকে কুপিয়ে খুন করল ছেলে, উত্তেজনা হাবিবপুরে

son accused of killing mother for rupees 20 in habibpur

Truth Of Bengal: মাত্র কুড়ি টাকার জন্য নিজের গর্ভধারিণী মাকে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুলচণ্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া গ্রামে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক শোরগোল পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম আরতি সিংহ (৫৫)। অভিযুক্ত ছেলে চয়ন সিংহ পেশায় শ্রমিক। পরিবারের সদস্যরা জানিয়েছেন, এদিন চয়ন তার মায়ের কাছে কুড়ি টাকা চায়। আরতি সিংহ সেই টাকা দিতে না পারায় দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

অভিযোগ, ঝগড়ার একপর্যায়ে চয়ন হঠাৎ একটি কুড়ুল নিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আরতি সিংহ এবং তার মৃত্যু হয়।

ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা ছুটে আসেন এবং অভিযুক্ত চয়নকে ধরে ফেলে আটকে রাখেন। খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত চয়ন সিংহকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এলাকার মানুষজন এই নির্মম ঘটনায় শোকাহত এবং ক্ষুব্ধ।

এমন নির্মম ঘটনা প্রমাণ করে যে পারিবারিক কলহ এবং অর্থনৈতিক সমস্যার প্রভাব কীভাবে মানবিক সম্পর্ককে ধ্বংস করতে পারে।

Related Articles