রাজ্যের খবর

সাতসকালে হাতির হানায় ষাটোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু! আতঙ্কিত শলিডিহা

Sixty -four elderly death in elephants in seven years! Panic

Truth Of Bengal: কেশপুর, পশ্চিম মেদিনীপুর: সাতসকালে হাতির হানায় মৃত্যু! ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের শলিডিহা গ্রামে। এদিন সকালে বছর ৬৫-র নিমাই ভূঁইয়া নামের এক বৃদ্ধ বাড়ির কাছে দাঁড়িয়েছিল। সে সময় হঠাৎই মাঠের দিক থেকে একটি হাতি এসে গ্রামে ঢুকে যায়। বৃদ্ধের কিছু বুঝে ওঠার আগেই তাঁকে মাথা দিয়ে ঠেলে ফেলে পা দিয়ে লাথি মারে। ঘটনাস্থলে প্রাণ হারান ওই ব্যক্তি।

এসবের জেরে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার লোকজন। এই মর্মান্তিক ঘটনার পর হাতিটি গ্রাম থেকে বেরিয়ে চলে যায়। খবর দেওয়া হয় পুলিশ ও বন দফতরে। বন দফতরের কর্মীরা ও পুলিশ এসে ময়না তদন্তের জন্য ওই মৃত ব্যক্তিকে নিয়ে যায় মেদিনীপুর মেডিকেল কলেজ। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাদের সঙ্গেই ওই বৃদ্ধ কথা বলছিলেন, হঠাৎ করে হাতি এসে তাকে আক্রমণ করে।

Related Articles