রাজ্যের খবর

প্রেমের টানে স্বামীকে ছেড়ে প্রেমিককে নিয়ে পলাতক

She left her husband for love and ran away with her lover

The Truth Of Bengal: দু মাসে প্রেমের টানে প্রাক্তন স্বামীকে ছেড়ে প্রেমিককে নিয়ে পালিয়ে গেল দুই সন্তানের মা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত আন্না গ্রামে।

জানা যায়, পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপের সন্ত্রাসী সরকার তার প্রাক্তন স্বামীর বুড়ো সরকার এবং তার দশ বছরের ছেলে অঙ্কুশ সরকার ও ১১ বছরের মেয়ে অঙ্গীতা সরকার কে কোন কিছু না জানিয়ে প্রেমিক সহদেব হাজরা কে নিয়ে পালিয়ে যায়। এমনই এক ঘটনা ঘিরে শুক্রবার হাস্যময় সৃষ্টি হয়েছে গোটা আন্না গ্রামে গ্রাম জুড়ে। প্রেমিকা সন্ত্রাসী সরকার এর আগে বিয়ে হলেও বর্তমান স্বামীর সহদেব হাজরা এর আগে কোন বিয়ে করেনি বলে জানিয়েছেন। চলতি বছর জানুয়ারি মাসের ১০ তারিখে দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে যায় কোথায় যায় সে হদিস কেউ পায় না। হঠাৎ করে একসাথে দুজনকে দেখে হতবঙ্গ হয়ে যায় গোটা গ্রাম।

তারপর সন্তোষী হাজরা তার পিসতুত ভাই সুনীল মাঝি যখন জানতে পারে তার দিদি আন্না গ্রামে সহদেব হাজরা বাড়িতে শনিবার এসেছে। তখন সে সন্তোষী হাজরা তার বর্তমান স্বামীর বাড়িতে ফোন করে সমস্ত ঘটনা বলে। এরপর তড়িঘড়ি সন্তোষী হাজরা তার মা ও তার দুই ছেলে মেয়ে সঙ্গে নিয়ে বর্তমান স্বামীর বাড়ি সহদেব হাজরা বাড়িতে এসে হাজির হয়। তারপরে দুই পরিবারের মধ্যে লেগে যায় তুমুল বিবাদ। ঘটনাস্থলে কেতুগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

FREE ACCESS

Related Articles