রাজনীতিরাজ্যের খবর
Trending
সচিব স্তরে বেশ কয়েকটি রদবদল রাজ্য সরকার
Several reshuffles at the secretary level state govt

The Truth Of Bengal: নবান্নে প্রশাসনিক বৈঠক শেষ হওয়ার পরই সচিব স্তরে বেশ কয়েকটি রদবদল। ভূমি দফতরের সচিব পদে বিবেক কুমারকে এনেছে রাজ্য সরকার। এছাড়া তাঁর হাতে প্রাণী সম্পদ দফতরের অতিরিক্ত দায়িত্বও থাকছে।
বিবেকের হাতে থাকা বন দফতরে দায়িত্ব পাচ্ছেন মনোজ আগরওয়াল। তাঁর হাতে দমকল দফতরটিও রেখেছে নবান্ন। স্মারকীকে পাঠানো হয়েছে সমগ্র শিক্ষা এবং পাঠাগার দফতরের দায়িত্বে। পুর দফতরের দায়িত্বে আনা হয়েছে বিনোদ কুমারকে।