দেশরাজ্যের খবর
Trending

১২ দিনে বাতিল বেশ কিছু এক্সপ্রেস ট্রেন ,চলবে নতুন লাইন পাতার কাজ

Several express trains canceled in 12 days

The Truth Of Bengal: চাতরা ও মুরারাই স্টেশনের মধ্যে তৃতীয় লাইন তৈরির কাজের উদ্দেশ্যে আগামী ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ১২ দিন ওই সেকশনে নন ইন্টারলকিং-এর কাজ শুরু হবে। এই কাজ চলার জন্য ওই দিনগুলিতে কিছু ট্রেন বাতিল থাকবে। আবার কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। কিছু ট্রেন ঘুরপথে যাবে এবং কিছু ট্রেনের যাত্রা শুরুর সময় পরিবর্তিত হবে। জানিয়েছে পূর্ব রেল।বাতিল ট্রেনের তালিকায় আছে–

 

এই ট্রেনগুলি আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে।নতুন লাইন বসানোর কাজ চলবে। ফলে কিছুটা বিঘ্ন ঘটবে ট্রেন চলাচলে। চাতরা ও মুরারাই স্টেশনের মধ্যে তৃতীয় লাইন তৈরির কাজের জন্য আগামী ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ১২ দিন ওই সেকশনে নন ইন্টারলকিং-এর কাজ শুরু হবে। এই কাজ চলার জন্য ওই দিনগুলিতে কিছু ট্রেন বাতিল থাকবে। আবার কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। কিছু ট্রেন ঘুরপথে যাবে এবং কিছু ট্রেনের যাত্রা শুরুর সময় পরিবর্তিত হবে। জানিয়েছে পূর্ব রেল।

বাতিল ট্রেনের পাশাপাশি ২১টি আপ ট্রেন ও ২১টি ডাউন ট্রেন ঘুরপথে যাতায়াত করবে। তিনটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে এবং দুটি ট্রেনের যাত্রা শুরু সময় পরিবর্তিত করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল। শীতের মরসুমে ট্রেন চলাচলে প্রভাব পড়লে সমস্যায় পড়বেন পর্যটকরা। তবে রুটিন কাজের জন্য রেলের কাছে বিকল্প উপায় নেই।

Free Access

Related Articles