রাজ্যের খবর

লরির সাথে বন দফতরের গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একজনের

Road Accident in Birbhum

The Truth of Bengal: লরির সাথে বন স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষ! ঘটনায় মৃত ১, আহত ৩। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকালে বীরভূমের নলহাটি থানার কাঁটাগড়িয়া পেট্রল পাম্পের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নলহাটিগামী লরিটি আজ সাতসকালে অপরদিক থেকে আসা পশ্চিমবঙ্গ সরকারের বন দফতরের গাড়িকে সজোরে ধাক্কা মারে। এই মুখোমুখি সংঘর্ষে স্করপিও গাড়ির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

আহত হয় ওই গাড়িতে থাকা তিনজন বনকর্মীর। ঘটনাস্থলে এলাকাবাসীরা এসে উদ্ধারকাজ শুরু করে। পরে সেখানে আসে স্থানীয় থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল ময়না তদন্তে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে অবশ্য গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল।

Free Access

Related Articles