রাজ্যের খবর

কুলপিতে নদী বাঁধে ধস! এলাকাবাসী তাকিয়ে প্রশাসনের দিকে

River Erosion

The Truth of Bengal: আচমকাই নদী বাঁধে ধস। দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের দড়িরত্নেশ্বরপুরে প্লাবিত হওয়ার আশঙ্কায় এলাকার মানুষ। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে তারা। নজর রাখছে প্রশাসন। বর্ষার মরসুম চলছে। দক্ষিণবঙ্গে এখনও তেমন দেখা নেই ভারী বৃষ্টির। তুমুল বর্ষার আগে নদী বাঁধে দেখা দিয়েছে ধস। ভিটেমাটি হারানোর আতঙ্কে প্রহর গুনছে এলাকার মানুষ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের দড়িরত্নেশ্বরপুর এলাকার মানুষের রাতের ঘুম উড়েছে ভাঙন শুরু হওয়ায়।

রবিবার দুপুরে হঠাৎই দড়ি রত্নেশ্বরপুর এলাকার হুগলি নদীর বাঁধে প্রায় একশো ফুটেরও বেশি এলাকা জুড়ে ধস নামে। এই খবর ছড়িয়ে পড়তেই সেখানে হাজির হয় গ্রামের লোকজন। খবর দেওয়া হয় সেচ দফতরে। আসেন সেচ দফতরের আধিকারিকরা। দেখেন এলাকার ভাঙন পরিস্থিতি। এলাকার মানুষের দাবি, অবিলম্বে এই ধস মেরামত করুক প্রশাসন। না হলে নদীর জল ঢুকে যে কোনও মুহূর্তে প্লাবিত হতে পারে ১০ থেকে ১২টি গ্রাম। নষ্ট হতে পারে চাষের জমি। ভেসে যেতে পারে পুকুরের মাছ। বাঁধের ধারে বসে এখন সেই আতঙ্কে প্রহর গুনছেন গ্রামবাসীরা।

আমফান, আয়লা, বুলবুল-এর মতো প্রাকৃতিক বিপর্যয়। তার ওপর প্রতিবছর বর্ষার সময় নদী ভাঙন লেগেই থাকে। যার ফলে ক্ষতি হয় সুন্দরবনবাসীর। নদীবাঁধে ভাঙন রুখতে এখন বছরভর কাজ করে রাজ্যের সেচ দফতর। ভাঙন রোধে অনেক জায়গায় স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তারপরও বিস্তৃত সুন্দরবনে কিছু কিছু এলাকায় ভেঙে চলেছে নদীবাঁধ। এবার কুলপির রামকিশোরপুরে দেখা দিল নদীবাঁধে ফাটল। এলাকার মানুষের দাবি, দ্রুত ব্যবস্থা নিক সেচ দফতর।

Related Articles