
The Truth of Bengal: বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল ঘোষণা করেছে রেল। রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চাতরা ও মুরারই স্টেশনের মাঝে তৃতীয় লাইনের কাজের জেরে ৯ ডিসেম্বর থেকে টানা ১২ দিন বহু এক্সপ্রেস ও লোকাল ট্রেন বাতিল ও একগুচ্ছ মেল, এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। পুজোর আগেও রামপুরহাট ও চাতরা স্টেশনের মাঝে তৃতীয় লাইনের- কাজ চলায় টানা ২৯ দিন বহু এক্সপ্রেস ও লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকে। সামনে বড়দিন ও নতুন বছর।
উৎসব ও আনন্দমুখর দিনের আগের সময়টিকে কেন রেল লাইন কাজের জন্য বেছে নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। রামপুরহাট ও চাতরা স্টেশনের মাঝে তৃতীয় লাইনকাজের জন্য গত ১৭ আগষ্ট থেকে ২৯ দিন ব্যাপী বহু এক্সপ্রেস ও লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকে। দুরপাল্লার ট্রেনগুলি রুট পরিবর্তন করে চলাচল করে। ট্রেন বিভ্রাটের জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয় মানুষকে। ফের একই অবস্থার সম্মখীন হতে চলেছেন ট্রেন যাত্রীরা।
এছাড়া কুলিক, কাঞ্চনজঙ্ঘা, গৌড়, উত্তরবঙ্গ, দার্জিলিং মেল, পদাতিক, বিবেক, কাজিরাঙা, হামসফর, কর্মভূমি, সরাইঘাট, তেভাগা, সহ ৪৪ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন রুট পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে রামপুরহাট থেকে সাহেবগঞ্জ, বারহারোয়া, আজিমগঞ্জ রুটে ১৩ জোড়া লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। যার জেরে চরম ভোগান্তির আশঙ্কা করছেন এই রুটের যাত্রীরা। বেড়ানোর মরশুমে এই ট্রেন বন্ধ হওয়ায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে জেলার পর্যটনকেন্দ্রগুলিতে।