রাজ্যের খবর

২০২১ সালের ডব্লিউবিসিএসের গ্রুপ ডি পরীক্ষার ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরিপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন

Public Service Commission has released the list of job aspirants who have been called in the interview of WBCS Group D Exam 2021

The Truth Of Bengal, Mou Basu: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২০২১ সালের ডব্লিউবিসিএসের গ্রুপ ডি পরীক্ষার ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরিপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে।

এরসঙ্গে কাট অফ মার্কসও প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। চাকরিপ্রার্থীরা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট “https://psc.gov.in” গিয়ে ফল দেখে নিতে পারবেন। পাশাপাশি চয়েজ শিটও ডাউনলোড করে নিতে পারেন। আবেদনপত্রে দেওয়া ইমেইল আইডিতে কল লেটার পাবেন।

ইন্টারভিউয়ের সময় সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি আনতে হবে। যাচাই প্রক্রিয়ার সময় আসল নথিপত্র দেখাতে না পারলে কমিশন প্রার্থীপদ বাতিল করবে।

Related Articles