রাজ্যের খবর

ভোটারদের সঙ্গে জনসংযোগে জনপ্রতিনিধি

Public representatives in public relations with voters

The Truth of Bengal: গত লোকসভা নির্বাচনে পুরাতন মালদায় তৃণমূলের ভরাডুবির কারন জানতে ময়দানে পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। নেত্রির নির্দেশে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করে শুদ্ধিকরণ কর্মসূচি গ্রহণ করেন পুরপ্রতিনিধি শত্রুঘ্ন সিনহা বর্মা। ভোটের ফলাফলে ভরাডুবি, শুদ্ধিকরণ কর্মসূচি তৃণমূলের। একুশে জুলাই এর কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন উত্তরবঙ্গে লোকসভা ভোটে তৃণমূলের ভরাডুবির জন্য তৃণমূল নেতৃত্ব অর্থাৎ জনপ্রতিনিধি ও কাউন্সিলররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করে শুদ্ধিকরণ করার।

সেই নির্দেশ মত পুরাতন মালদার পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিজের ওয়ার্ডের অর্থাৎ বাচামারী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সাথে জনসংযোগ করেন। সাধারণ ভোটারদের কাছ থেকে কাউন্সিলর জানতে চান গত লোকসভা নির্বাচনে তাদের থেকে কেন মুখ ফিরিয়ে নিয়েছেন? বিপদে পাসে থাকা ও বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। ওই এলাকার সাধারণ ভোটাররা কাউন্সিলর এই উদ্যোগকে সাধুবাদ জানান। কারণ জনসংযোগ হচ্ছে মূল হাতিয়ার ,পাশাপাশি মমতা ব্যানার্জির কর্মকাণ্ডের প্রশংসা করেন স্থানীয় ভোটাররা। তৃণমূলের এই  জনসংযোগ ও শুদ্ধিকরণ কর্মসূচি কে কটাক্ষ করতে ছারেনি বিজেপি।

Related Articles