জনপ্রতিনিধি মানে ‘চোর নয়’, কেন একথা বললেন মেয়র?
Public representative means 'not a thief', why did the mayor say this?

Truth Of Bengal: গার্ডেনরিচ কাণ্ডের পর কলকাতায় বাড়ি নির্মাণ বন্ধ রেখেছে পুরপ্রশাসন। তবুও কোনও কোনও মহল থেকে প্রচার করা হচ্ছে শহরে দেদার নির্মাণ চলছে। এই গুরুতর অভিযোগ নিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান, পুরসভা সবসময়েই অনৈতিক নির্মাণের বিপক্ষে। এরপরেও বেআইনি কাজ নিয়ে সাংবাদমাধ্যমের একাংশ জল ঘোলা করায় তিনি স্পষ্ট করেন, জনপ্রতিনিধি মানেই চোর নয়।মহানাগরিকের কড়া বার্তা, যদি প্রমাণ থাকে ব্যবস্থা নেওয়া হবে।
গত মার্চ মাসে গার্ডিনরিচে ভেঙে পড়ে বহুতল। বহুতল ভেঙে পড়ার ঘটনায় ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়তে হয় কলকাতা পুরসভাকে। এরপরই বেআইনি নির্মাণ রুখতে কড়া আইন আনার মনস্থির করে পুর কর্তৃপক্ষ। সেই আইনের খসড়া পাঠানো হয় পুর এবং নগরোন্নয়ন দফতরে। এই অবস্থায় আপাতত নির্মাণ বন্ধের সিদ্ধান্ত নেয় পুরকর্তৃপক্ষ। এই বিষয়ে টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র ফিরাদ হাকিম, অবৈধ নির্মাণ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, কলকাতা পুরসভা সর্বদাই অনৈতিক নির্মাণের বিপক্ষে। যেখানে অনৈতিক নির্মাণ হয় সেখানেই কলকাতা কর্পোরেশন সদা তৎপর থাকে। বেশ কিছু জায়গায় কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে অবৈধ নির্মাণ বন্ধ করতে হবে সেই জায়গা থেকে কলকাতা কর্পোরেশন হাইকোর্টের নির্দেশ পালন করছে। তারপরও সংবাদমাধ্যমের পক্ষ থেকে বলা হয় এরপরও বিভিন্ন জায়গায় এখনও অনৈতিকভাবে কাউন্সিলররা পয়সা নিয়ে এই অনৈতিক নির্মাণকে মদত দিচ্ছে। এই প্রসঙ্গে প্রশ্ন করতেই মেয়র ফিরাদ হাকিম বলেন ” জনপ্রতিনিধি মানেই আমরা চোর নই যদি প্রমাণ থাকে দিন ব্যবস্থা নেওয়া হবে।” প্রত্যেক পেশায় দু-একজন দোষী মানুষ রয়েছে, কিন্তু সবাইকে চোর বলাটা ঠিক নয়। বদনামের রাজনীতি বন্ধ করার ডাকও দেন মেয়র ফিরহাদ হাকিম।
বাংলায় রাজনৈতিক জমি তৈরি করার জন্য বিজেপি বদনামের রাজনীতি করে বলে অভিযোগ উঠেছে। সিবিআই-ইডি, আয়কর দফতরকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের হেনস্থা করে বলে সরব হয় তৃণমূল নেতৃত্ব। একসময় মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারিতেও সেই অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গ তুলে শনিবার তিনি বলেন,তাঁকেও নারদ মামলায় সিবিআই নানাভাবে হেনস্থা করে। কিন্তু আর্থিকভাবে সত্ হওয়ায় কোনও অভিযোগই দাঁড় করাতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। এই অবস্থায় রাজনীতিকদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার প্রবণতার বিরুদ্ধে জনমত গড়া দরকার বলে মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, যদি কেউ বেআইনি বাড়ি নির্মাণের অভিযোগের সপক্ষে তথ্য দিতে পারে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করা হয়, তাহলে মামলা দায়ের করতে তিনি তৈরি বলেও কড়া বার্তা দেন মহানাগরিক।
তাই বাংলার স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা আর সততার মাঝে শুধু রাজনীতির জন্য কলঙ্কের সন্ধান করা অপশক্তিকে কটাক্ষ করেন মেয়র ফিরহাদ হাকিম।