রাজ্যের খবর

আবেদনের ১০ দিনের মধ্যেই মিলছে প্রভিডেন্ট ফান্ডের ক্লেমের টাকা

Provident Fund claim money is received within 10 days of application.

Truth Of Bengal: আবেদনের ১০ দিনের মধ্যেই বেশিরভাগ ক্লেমের টাকা পেয়েছে এরাজ্যের গ্রাহকরা, এমনটাই দাবি করেছে এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। আবেদনকারীদের ৮৪.৪৮ শতাংশ গ্রাহকই টাকা পেয়েছেন আবেদনের ১০ দিনের মধ্যে।

প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা তুলতে এক সময় কাল ঘাম ছুটতো সাধারণ মানুষের। দিনেরপর দিন দপ্তরে ঘুরতে হতো তাদের। সেই পরিস্থিতি এখন বদলেছে বলে দাবি করছে এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। পশ্চিমবঙ্গে যারা পিএফ এর টাকা তোলেন তাদের বেশিরভাগকেই আবেদনের ১০ দিনের মধ্যে সেই টাকা দেওয়া হচ্ছে। এমনটাই দাবি করেছেন ইপিএফও কর্তারা।

গ্রাহকরা যাতে সহজে টাকা তুলতে পারেন তার জন্য অনলাইন পরিষেবা চালু করা হয়েছে দেশ জুড়ে। ইপিএফও দপ্তরের কর্তারা জানিয়েছেন, অনলাইন পরিষেবার ফলে বহুলাংশে দুর্নীতি আটকানো গিয়েছে। তেমনই টাকা তলার আবেদন ‘প্রসেস’ হতেও কম সময় লাগছে।

চলতি অর্থ বর্ষে প্রায় ২০ লক্ষ্য ৮৭ হাজার গ্রাহক পিএফ থেকে টাকা তোলার আবেদন জানিয়েছেন। তাঁদের মধ্যে ২০ লক্ষ্য ৮৪ হাজারের বেশি আবেদন মঞ্জুর করা হয়েছে এবং গ্রাহকরা টাকাও পেয়ে গিয়েছেন। আবেদনকারীদের ৮৪.৪৮ শতাংশ গ্রাহকই টাকা পেয়েছেন আবেদনের ১০ দিনের মধ্যে, এমনটাই দাবি করেছেন দপ্তরের কর্তারা।

আবেদনের ২০ দিনের মদ্ধেও টাকা পাননি এমন গ্রাহকের হার ১.৮৩ শতাংশ। দপ্তদের কর্তাদের বক্তব্য, অনেক ক্ষেত্রেই গ্রাহকরা আবেদন করলেও আধার , অ্যাকাউন্ট নম্বর সহ নানা নথিতে সমস্যা থাকে। তার ফলে টাকা পেতে কিছুটা দেরি হয় গ্রাহকদের।

দপ্তরের কর্তাদের হিসাবে দ্রুত টাকা মেটানোর ক্ষেত্রে সবচেয়ে আগে রয়েছে জঙ্গিপুর, হাওড়া, দুর্গাপর এবং ব্যারাকপুর।

Related Articles