রাজ্যের খবর

সভাধিপতির হাত ধরে রামনগরে অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা

President inaugurates ambulance service in Ramnagar

Truth Of Bengal: রামনগর বাসীদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক।গ্রামীন এলাকায় মানুষদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক তার মা সন্ধ্যা রানী বারিকের স্মৃতির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স প্রদান করলেন রামনগর দুই ব্লকের নারীহা মাতৃ জনকল্যাণ সংঘের হাতে। এই অ্যাম্বুলেন্স বালিসাই বড়রাংকুয়া হাসপাতালে রাখা হবে।

রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সভাধিপতি উত্তম বারিক অ্যাম্বুলেন্স এর ফিতে কেটে শুভ উদ্বোধন করেন। নরিহা মাতৃ জনকল্যাণ সংঘের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সেইসঙ্গে  রামনগর ১ সমিতির সভাপতি নিতাই সার, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র – সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন বক্তব্যে উত্তম বারিক বলেন,’  বিবেকানন্দ বলতেন জীব সেবায় শিব সেবা প্রত্যেকটি মানুষের অন্তরে রয়েছে ভগবান তাই মন্দির মসজিদ গির্জা থেকে মানুষের সেবা করলেই প্রকৃত ঈশ্বর লাভ করা যায় । এই অ্যাম্বুলেন্স প্রত্যন্ত গ্রামের মানুষদের বিপদে কাজে লাগবে এবং মানুষ তার সুবিধা পেতে পারবেন।‘  অপরদিকে রামনগরের পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন,’  মুখ্যমন্ত্রী মানুষের পরিষেবার জন্য স্বাস্থ্য সাথী কার্ড করেছেন আর এই অ্যাম্বুলেন্স পরিষেবা মানুষকে দূর-দূরান্ত পর্যন্ত পৌঁছে দিতে পারবে।‘

 

Related Articles