পুলিশের বড়সড় সাফল্য চুরি যাওয়া টোটো ও মোবাইল উদ্ধার
Police's big success: Stolen Toto and mobile phone recovered

Truth Of Bengal: পুলিশের বড়সড় সাফল্য। উদ্ধার চুরি যাওয়া চারটি টোটো এবং ৩০টি মোবাইল ফোন। গ্রেফতার এক পাচারকারী। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানা পুলিশ চারটি টোটো চুরি যাওয়া অভিযোগ পেয়েছিল। তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে। অবশেষে পুলিশ উদ্ধার করে ফেলে সেই চারটি টোটো।
পুলিশের বড়সড় সাফল্য। উদ্ধার চুরি যাওয়া চারটি টোটো এবং ৩০টি মোবাইল ফোন। গ্রেফতার এক পাচারকারী। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানা পুলিশ চারটি টোটো চুরি যাওয়া অভিযোগ পেয়েছিল। তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে। অবশেষে পুলিশ উদ্ধার করে ফেলে সেই চারটি টোটো। সেই সঙ্গে হাড়োয়া থানার পুলিশ মোবাইল চুরি যাওয়ার অনেকগুলি অভিযোগ পেয়েছিল।
সেখান থেকে ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। যেগুলি তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে। চুরি যাওয়া মোবাইল এবং টোটো উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করেন হাড়োয়া থানার ভারপ্রাপ্ত অধিকারিক প্রতাপ মোদক। অন্যদিকে তদন্তকারী অফিসার প্রেমাংশু মণ্ডল তথা হাড়োয়া থানার পিসি পার্টি সক্রিয় ভূমিকা পালন করে এই টোটো এবং মোবাইলগুলি উদ্ধার করতে। পুলিশের এই সাফল্যে খুশি উপভোক্তারা।