রাজ্যের খবর
আরাবুলের গাড়িতে পুলিশের তল্লাশি, উদ্ধার অস্ত্র
Police search Arabul's car, recover weapons

Truth Of Bengal: বৃহস্পতিবার সকালে আরাবুল ইসলামের গাড়ি থেকে উদ্ধার অস্ত্র। গাড়ি থেকে উদ্ধার হয়েছে রড, লাঠি, কোদালের বাঁট, কলের পাইপ। এদিন ভাঙ্গড়ে ঢোকার মুখে আরাবুলের গাড়িতে তল্লাশি চালায় পুলিশ, তারপর উদ্ধার হয় একাধিক অস্ত্র।